ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় পুলিশের অভিযানে গ্রেফতার ৩৮

প্রকাশিত: ০৫:৫৩ এএম, ২৪ আগস্ট ২০১৬

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে সদর থানায় ১৩ জন, কলারোয়ায় ১০ জন, তালায় ৫ জন, কালীগঞ্জে ২ জন, শ্যামনগরে ২ জন, আশাশুনিতে ৩ জন, পাটকেলঘাটায় ১ জন ও দেবহাটার থানার বিভিন্ন এলাকার ২ জন রয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এদের আদালতে পাঠানো হয়েছে।

আকরামুল ইসলাম/এসএস/এমএস

আরও পড়ুন