বর্তমান সরকারের আমলে কোনো সেক্টরে অচলাবস্থার সুযোগ নেই
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, যেখানে শ্রমিক, মালিক ও বেতন আছে সেখানে দাবি দাওয়া থাকবেই। বর্তমান সরকারের আমলে কোনো সেক্টরেই অচলাবস্থা হওয়ার সুযোগ নেই। শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়া নিয়ে বর্তমান সরকার খুবই সচেতন।
বুধবার দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা, কারখানা মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া ও আন্দোলন প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাউল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাসচিব সৈয়দ আহম্মদ, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিমসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, কারখানা মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আল-মামুন সাগর/এফএ/এমএস