ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেলছড়িতে গ্রাম্য আদালত উদ্বোধন

প্রকাশিত: ১২:০০ পিএম, ২৪ আগস্ট ২০১৬

স্থানীয় বিচার ব্যবস্থা শক্তিশালীকরণ ও তৃণমূল পর্যায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়িতে জেলার প্রথম গ্রাম আদালতের এজলাস উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলার সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উজেলার বেলছড়ি ইউনিয়ন পরিষদে স্থাপতি গ্রাম আদালতের এজলাস উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।

এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান গ্রাম আদালতে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, বিনা অপরাধে কাউকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো অপরাধ। গ্রাম আদালত চালুর মাধ্যমে অনেক সমস্যারই সমাধান হবে। কোর্টগুলোতে মামলার জট কমবে।  

গ্রাম আদালতকে কার্যকর করতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম মশিউর রহমান বলেন, জনগণকে সচেতন করে হয়রানি আর আর্থিক ক্ষতি কমিয়ে আনাতেই সরকারের এই উদ্যোগ।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম মশিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল হারুন, মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো ও বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত উল্যাহ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বেলছড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/আরআইপি