ভোলায় ভূমিকম্পে ১৫ শিক্ষার্থী আহত
ভোলায় বুধবার বিকালে ভূমিকম্পের সময় লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। এ সময় অন্তত ছয় শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে দেশজুড়ে তীব্র ভূকম্পন অনুভূত হয়। এ সময় ভোলাসহ জেলার আশপাশে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে।
লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক মো. মাকসুদুর রহমান জানান, বিদ্যালয় ছুটির পর দুটি কক্ষে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস নেয়া হচ্ছিল। এ সময় ভূমিকম্পে বিদ্যালয় ভবন কেঁপে উঠলে আতঙ্কে শিক্ষার্থীরা ছুটোছুটি করতে শুরু করে। এতে অন্তত ১৫ জন আহত হয়।
এদের মধ্যে গুরুতর অসুস্থ হয় নবম শ্রেণির ছাত্রী লিয়া ও নাহিদা আক্তার। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানান শিক্ষক মো. মাকসুদুর রহমান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাসেম জানান, বিদ্যালয় এলাকা ও আশপাশে কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। এতে ইউপি ভবনে ফাটল দেখা দিয়েছে।
অমিতাভ অপু/এএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’