ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাইক্ষ্যংছড়িতে অপহৃত ছাত্রলীগ নেতাসহ তিনজন উদ্ধার

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৬:৩০ এএম, ২৫ আগস্ট ২০১৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী-ঈদগড় সড়কের ধুংচাকাটা এলাকা থেকে অপহৃত ছাত্রলীগ নেতাসহ তিনজনকে উদ্ধার করছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর তিনটার দিকে কক্সবাজারের ঈদগড়ের বৈদ্য পাড়ায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে পুলিশ।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ও ঈদগড় সড়কের ধুংচাকাটা এলাকা থেকে বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক নুরুল কবির রাশেদ, ২৮৩নং আলীক্ষ্যং মৌজা হেডম্যানের মুহুরী
হাবিবুর রহমান ও রামু গর্জনিয়া ইউনিয়নের হাজিরপাড়া এলাকার নেজাম উদ্দিনকে অপহরণ করে সন্ত্রাসীরা।

অভিযানের পর অপহৃত রাশেদের ভাই তাহের জানান, চার লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে তাদের মুক্তি দেয় সন্ত্রাসীরা।

তবে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, পুলিশের অভিযানের মুখে তিন অপহৃতকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা ।

সৈকত দাশ/এফএ/এবিএস