যুবলীগ কর্মী হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার
প্রতীকী ছবি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে যুকলীগ কর্মী আবু সুফিয়ান হত্যা মামলার প্রধান আসামি আজাদকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার ভোরে চট্টগ্রামে অভিযান চালিয়ে আজাদকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তুল, চার রাউন্ড গুলি ও দুটি ছুরি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ৪ আগস্ট রাত ১০টার সময় কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতী ইউনিয়নের চৌধুরীর হাট থেকে বাড়ি ফেরার পথে যুবলীগ কর্মী আবু সুফিয়ানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে আজাদ ও তার দল।
চর পার্বতী ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক কামরুল জানান,২০১৩ সালে চায়না প্রবাসী ও যুবলীগ নেতা মারুফকে গুলি করে সন্ত্রাসী আজাদ ও তার সহযোগীরা। যুবলীগ নেতা মারুফ হত্যাকারীদের বিচারের ব্যাপারে প্রতিবাদী ছিল নিহত আবু সুফিয়ান। সেই হত্যা মামলার আসামি সন্ত্রাসী আজাদ জামিনে বের হয়েই পরদিন আবু সুফিয়ানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।
মিজানুর রহমান/এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের জনসভা: গাজীপুরের রাজবাড়ী ময়দানে উৎসব আমেজ
- ২ মিছিল মুখোমুখি হতেই বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২
- ৩ কিবরিয়া হত্যার ২১ বছর: চার্জশিট প্রতারণামূলক বললেন রেজা কিবরিয়া
- ৪ ১৯ বছর পর নেতাকে বরণে প্রস্তুত হচ্ছেন বগুড়ার বিএনপি নেতাকর্মীরা
- ৫ স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা, প্রতিবন্ধীকে পেটালেন বিএনপি কর্মীরা