ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘বন্দুকযুদ্ধে’ জেএমবির উত্তরাঞ্চলের সামরিক কমান্ডারসহ নিহত ২

প্রকাশিত: ০২:২৭ এএম, ২৯ আগস্ট ২০১৬

বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) উত্তরাঞ্চলের সামরিক কমান্ডার বদর মামাসহ দুই জঙ্গি নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নইলাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উত্তরাঞ্চলের সামরিক কমান্ডার বদর মামা ও খালেদ।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের একটি দল নইলাপাড়া মোড়ে অভিযান চালালে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় পুলিশের গুলিতে দুই জঙ্গি নিহত হন।

লিমন বাসার/এসএস/এমএস

আরও পড়ুন