ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কসবায় ‘বন্ধুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০৪:০২ এএম, ২৩ আগস্ট ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ মো. রহিজ উদ্দিন ওরফে রহিজ্জা (৪৫) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কসবা থানা পুলিশের উ-পরিদর্শক (এস.আই) মো. বেলাল হোসেন, কনস্টেবল ফারুক, সোহাগ ও সাইফুল আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। নিহত রহিজ উদ্দিন মৃত আলী ফকিরের ছেলে।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় শীর্ষ মাদক ব্যবসায়ী রহিজ উদ্দিনকে গোপীনাথপুর এলাকা থেকে আটক করার পর ইয়াবার একটি বড় চালান পাচারের খবরে তাকে নিয়ে অভিযানে যায় পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে কসবার গোপীনাথপুর এলাকার কোনাবাড়িতে যাওয়ার পর রহিজের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে রহিজ উদ্দিন মারা যান। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত রহিজের বিরুদ্ধে থানায় ১৩টি মাদক মামলা রয়েছে।

এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি রামদা, ১০০টি মদের বোতল, ১৫ কেজি গাঁজা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।
 
আজিজুল সঞ্চয়/এসএস/পিআর

আরও পড়ুন