ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি কমছে

প্রকাশিত: ০৬:৫৯ এএম, ২৯ আগস্ট ২০১৬

পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি কমা অব্যাহত রয়েছে। রোববার ও সোমবার ৮ সেন্টিমিটার পানি কমেছে। সোমবার সকাল ৬টা পর্যন্ত পদ্মা নদীর পানি হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদসীমা থেকে ১১ সেন্টিমিটার দূরে অবস্থান করেছে।

পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় পানি পরিমাপক বিভাগের নির্বাহী প্রকৌশলী জহুরুল হক জানান, রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ৩ সেন্টিমিটার পানি কমেছে।
 
তিনি আরো জানান, পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির বিপদসীমা ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। সোমবার সকাল পর্যন্ত হার্ডিঞ্জ ব্রিজের পানি প্রবাহিত হচ্ছে ১৪ দশমিক ১১ সেন্টিমিটার। পানি বিপদসীমা থেকে ১৪ সেন্টিমিটার দূরে অবস্থান করছে।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নৈমুল হক জানান, দৌলতপুর ও ভেড়ামারা অঞ্চলের বন্যার পানি অপরিবর্তিত রয়েছে। এদিকে পানি বৃদ্ধির পরিমাণ কমলেও পদ্মা ও গড়াই নদীতে পানির স্রােত বৃদ্ধি পেয়েছে।

আল-মামুন সাগর/এফএ/আরআইপি