ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুর পৌরসভায় ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ১০:৫০ এএম, ২৯ আগস্ট ২০১৬

চাঁদপুর পৌরসভায় আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৫৯ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে পৌর মিলনায়তনে পৌর মেয়র নাসির উদ্দিন আহম্মদ এ বাজেট ঘোষণা করেন। বাজেটে নাগরিকদের জন্য নতুন করে কোনো ধরণের করারোপ করা হয়নি। এতে পৌরসভার সড়ক উন্নয়ন, পানি সরবরাহ, স্যানিটেশন এবং সৌন্দর্য বর্ধনকে অগ্রাধিকার দেয়া হয়।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর কাউন্সিলর, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইকরাম চৌধুরী/এএম/এবিএস