পাকিস্তানি কোর্টফিসহ আটক ২
নড়াইলে ৪৫ প্রকারের স্ট্যাম্প সিল ও পাকিস্তান আমলের কোর্ট ফি সহ জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল ১১টার দিকে নড়াইল আদালত পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, জেলার কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের হাবিবুর রহমান (৬৫) ও নড়াগাতী গ্রামের আবুল কালাম ফকির (৬১)।
নড়াইল সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুর ও আবুল কালামকে ডেকে অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে নেয়া হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে ৪৫ প্রকার স্ট্যাম্প সিল, পাকিস্তানের কোর্ট ফি, বেশ কয়েক রঙের কলম পাওয়া যায়।
এসব সিলের মধ্যে নড়াইল, লোহাগড়া, কালিয়া, যশোর, মাগুরাসহ বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রারের মোহর, গেজেটের অফিসারের সিলসহ জমিজমা জালিয়াতির কাজে ব্যবহৃত সিল রয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস বিশ্বাস জানান, এ ব্যাপারে নড়াইল সদর থানায় মামলা হয়েছে। জালিয়াতি চক্রের বাকি সদস্যদেরও খুঁজে বের করা হবে।
হাফিজুল নিলু/এএম/এবিএস