মীর কাসেমের রায় বহালে খুশি মানিকগঞ্জের মানুষ
ফাইল ছবি
মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন তার নিজ জেলা মানিকগঞ্জের মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ।
চুড়ান্ত রায় ঘোষণার পর পরই অনেককেই উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। মুক্তিযোদ্ধারা ঘোষণা দিয়েছেন রায় কার্যকর হওয়ার পর মানিকগঞ্জে তাকে দাফন করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।
রায়ের প্রতিক্রিয়ায় মানিকগঞ্জ জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক ঘোষ জানান, কুখ্যাত এ রাজাকার মীর কাশেম আলীর বাড়ি মানিকগঞ্জে। আপিল বিভাগের দেয়া ফাঁসির রায় বহাল থাকায় সারাদেশের মতো মানিকগঞ্জবাসীও কলঙ্কমুক্ত হলো। মানিকগঞ্জের মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ আজ আনন্দিত, উল্লাসিত।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন জানান, মানবতাবিরোধী অপরাধীদের এমন সাজাই হওয়া উচিত। এ রায়ে তারা খুশি। রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি।
বীর মুক্তিযোদ্ধা রিয়াজুদ্দিন আহমেদ পান্নু তার প্রতিক্রিয়ায় জানান, কুখ্যাত রাজাকারের জন্মস্থান মানিকগঞ্জে হওয়ায় এতো দিন এমনিতেই তারা কলঙ্কিত ছিলেন। ফাঁসি বহাল থাকায় তারা কলঙ্কমুক্ত হয়েছেন।
তিনি বলেন, ফাঁসি কার্যকর হওয়ার পর তাকে যদি মানিকগঞ্জে দাফনের চেষ্টা করা হয় তাহলে মুক্তিযোদ্ধারা তা প্রতিহত করবে। কোনো ক্রমেই তাকে মানিকগঞ্জের মাটিতে দাফন করতে দেয়া হবে না।
প্রসঙ্গত, মীর কাসেম আলীর গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা গ্রামে। তার বাবার নাম তৈমুর আলী। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তবে বাবার চাকরির সুবাদে তিনি চট্টগ্রামে লেখাপড়া করতেন। বর্তমানে পরিবারের সবাই ঢাকায় বসবাস করেন।
বি.এম খোরশেদ/এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের আগুন
- ২ টানা পাঁচদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
- ৩ বিএনপির ৫ নেতার ‘সুপার ফাইভ বাহিনীর’ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
- ৪ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ৫ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি