ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলছাত্রীর আত্মহত্যায় প্রধান শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ১০:২৯ এএম, ৩০ আগস্ট ২০১৬

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তারকে (১৩) আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে চাঁদপুরের বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলা উদ্দিন মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় চার শিক্ষককে আসামি করে সোমবার রাতে মামলা করেছেন সাথীর বাবা।

মঙ্গলবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়। এ মামলায় অপর তিন আসামি হলেন- সহকারী শিক্ষক ফাতেমা বেগম, জাহাঙ্গীর হোসেন ও মো. জাকির।

এর আগে সোমবার দুপুরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মধ্য বাগাদী গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সাথী।

পরিবারের অভিযোগ, পরীক্ষার ফি পরিশোধ না করায় আগের দিন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন সাথীসহ কয়েকজন শিক্ষার্থীকে রোদে দাঁড় করিয়ে শাস্তি দেন। এতে অপমানিত হয়ে সে আত্মহত্যা করেছে।

বাগাদী গ্রামের দিনমজুর দেলোয়ার হোসেন শেখের তিন মেয়ের মধ্যে সাথী মেজো। সে বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় সোমবার রাতে সাথীর বাবা দেলোয়ার হোসেন আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে চাঁদপুর মডেল থানায় মামলা করেন।

সাথীর মা শায়লা বেগম গতকাল অভিযোগ করেন, পরীক্ষার ফি পরিশোধ না করায় গত রোববার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন তার মেয়েসহ কয়েকজন শিক্ষার্থীকে রোদের মধ্যে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন। সোমবার সকালে সাথী পরীক্ষার ফির বকেয়া ২০ টাকা চাইলে তিনি তা জোগাড় করতে বাড়ির অন্য মানুষের কাছে যান। এ সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সাথী।

মঙ্গলবার সকালে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার ওই ছাত্রীর বাড়ি গিয়ে সাথীর মা-বাবাকে সান্ত্বনা দেন। সাথীর মরদেহ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

সদর মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার মনির আহমেদ বলেন, মামলাটি তদন্তের জন্য চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মণ্ডলকে দায়িত্ব দেয়া হয়েছে। সহকারী প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইকরাম চৌধুরী/এএম/এবিএস

আরও পড়ুন