ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৪:১৩ এএম, ৩১ আগস্ট ২০১৬

অপহরণের ৩২ দিন পর চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে স্কুলছাত্র মাহফুজ আলম সজিবের মরদেহ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সজিব দামুড়হুদা উপজেলার দশমী পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে এবং চুয়াডাঙ্গা ভি জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

র‌্যাব জানায়, সজিব অপহরণের পর থেকেই তাকে উদ্ধারে র‌্যাব অভিযান চালাতে থাকে। মঙ্গলবার রাতে র্যাব নিশ্চিত হয় যে চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার রকিবুল ইসলামের চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবি পাড়ার একটি বাড়ির সেপটিক ট্রাংকের ভেতরে সজিবকে হত্যার পর লাশ গুম করে রাখা হয়েছে। এরপরই তার মরদেহ উদ্ধারে অভিযান শুরু করা হয়।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর অধিনায়ক মেজর মনির আহম্মেদ জানান, হত্যার পর লাশ গুম করতেই ওই বসতবাড়ির সেপটিক ট্রাংকের ভেতরে তাকে ফেলে রেখে মুখ আটকিয়ে রাখা হয়। দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সজিবের পারিবারিক সূত্রে জানা যায়, দামুড়হুদায় কৃষি মেলা দেখতে গিয়ে অপহৃত হয় সজিব। এর একদিন পর তার মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করে অজ্ঞাত দুর্বৃত্তরা।

সালাউদ্দিন কাজল/এসএস/পিআর

আরও পড়ুন