ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়িতে ৪ জেএমবি সদস্যের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৯ সেপ্টেম্বর

প্রকাশিত: ০২:৫৮ পিএম, ৩১ আগস্ট ২০১৬

কড়া নিরাপত্তার মধ্যদিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় দ্বিতীয় দফায় আটজন সাক্ষী দিয়েছেন।

বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো. ইনামুল হক ভূঁইয়ার বিশেষ ট্রাইব্যুনালে হাজির হয়ে তারা সাক্ষ্য দেয়। পরে আদালত তাদের স্বাক্ষ্যগ্রহণ শেষে আগামী ১৯ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন।

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাড. বিধান কানুনগো জানান, মাটিরাঙ্গার দুর্গম শান্তিপুর এলাকায় ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর গভীর রাতে নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবির প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পায় নিরাপত্তা বাহিনী।

প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনের অভিযোগে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছুটনা গ্রামের বাসিন্দা জেএমবির চট্টগ্রাম অঞ্চলের দ্বিতীয় শীর্ষ নেতা আব্দুর রহিম ওরফে জাহিদ হোসেন, খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর গ্রামের দেলোয়ার হোসেন, মো. ইউনুছ ও সামছু মিয়াকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করলেও কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের শামীম আহমেদ পালিয়ে যেতে সক্ষম হয়।

পরদিন ওই পাঁচজনকে আসামি করে ১৯০৮ সালের অস্ত্র ও বিস্ফোরক উপাদানাবলী আইনের ৪ ধারা তৎসহ ২০০৮ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৬ (১) (খ) ধারায় মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়।

দীর্ঘ তদন্ত শেষে ২০০৯ সালের ১১ ডিসেম্বর চার্জ প্রদান করে তদন্তকারী কর্মকর্তা ও মাটিরাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান। এই ঘটনা পৃথক দুইটি মামলা করা হয়।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/আরআইপি