বাজিতপুরে স্কুলছাত্র নিহত : সড়ক অবরোধ
কিশোরগঞ্জের বাজিতপুরে টমটম চাপায় রাহাত নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে দুপুর পর্যন্ত কিশোরগঞ্জ-ভৈরব সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে বাজিতপুর উপজেলার পিরিজপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
রাহাত পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
ভৈরব হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে রাহাতকে চাপা দেয় একটি টমটম। এতে গুরুতর আহত হয় সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে স্কুলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টমটম চালকের বিচার ও স্কুলের সামনে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে রাখে। পরে দুপুর ১২টার দিকে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
নূর মোহাম্মদ/এসএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ