ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাথরঘাটায় হরিণের ৫ মণ মাংসসহ আটক ২

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১০:১২ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৬

বরগুনার পাথরঘাটা থেকে হরিণের ৫ মণ মাংসসহ দুই হরিণ চোরাকারবারিকে আটক করেছে কাকচিড়া নৌ-পুলিশ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজার সংলগ্ন খালে একটি ট্রলার থেকে মাংসসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বাসিন্দা মালেক গোমোস্তা (৫০) এবং তাফালবাড়ি গ্রামের বাসিন্দা মো. আলী হোসেন এর ছেলে নবী হোসেন (৩৫)। আটকদের পাথঘাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জয় মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকচিড়া খালে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে প্যাকেট করা অবস্থায় হরিণের প্রায় ৫ মণ মাংস উদ্ধার করা হয়।

এসময় ট্রলারে থাকা মালেক গোমোস্তা এবং নবী হোসেনকে আটক করা হয়। আটকরা পেশাদার হরিণ শিকারি।

সাইপুল ইসলাম মিরাজ/এফএ/পিআর