ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধার দুর্গম চরে জঙ্গিবিরোধী অভিযানে আটক ১

প্রকাশিত: ০৮:২৬ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৬

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে লুণ্ঠন মামলার আসামি আব্দুল মজিদ নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।

আটক মজিদ ওই উপজেলার ফুলছড়ি ইউনিয়নের বাগবাড়ী গ্রামের জয়েন ব্যাপারির ছেলে।

ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, জঙ্গি, ডাকাত ও সন্ত্রাস বিরোধী অভিযানে পুলিশ ও বিজিবি ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল খঞ্চাপাড়া, বাগবাড়ী ও দেলুয়াবাড়ীর চর এলাকায় অভিযান চালায়। এসময় মজিদকে আটক করা হলেও কিছু উদ্ধার করা সম্ভব হয়নি।

আটক মজিদের বিরুদ্ধে ফুলছড়ি থানায় একাধিক লুটতরাজ মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসফিকুজ্জামানের নেতৃত্বে শুক্রবার ভোর ৫টা থেকে কয়েক ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। এতে পুলিশ ও বিজিবি সদস্যরা অংশ নেন।

অমিতাভ দাশ হিমুন/এফএ/পিআর