খাগড়াছড়িতে উদীচীর সম্মেলন
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়িতে উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
উদীচী খাগড়াছড়ি জেলা সংসদের সভাপতি দীলিপ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দীন, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রভাংশু ত্রিপুরা, উদীচীর কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার, অধ্যাপক ড. সুধীন কুমার চাকমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির কো-চেয়াম্যান চৌধুরী আতাউর রহমান রানা। পরে উদীচীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/এমএস