নলছিটি উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন
ঝালকাঠির নলছিটি উপজেলা ও পৌরসভার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা বিএনপির আনিসুর রহমান হেলালকে সভাপতি ও সেলিম গাজীকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
পৌর কমিটিতে সাবেক মেয়র মজিবুর রহমানকে সভাপতি ও সরোয়ার তালুকদারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর শুক্রবার বিকেলে এ কমিটি অনুমোদন দেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আতিকুর রহমান/এআরএ/এমএস