সুন্দরবনে ১৩ জেলেকে অপহরণ : মুক্তিপণ দাবি
ফাইল ছবি
সুন্দরবনের ভদ্রা নদী থেকে মাছধরা অবস্থায় ১৩ জেলেকে দস্যুরা অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত জেলেদের কাছে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছে দস্যুরা।
শুক্রবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ভদ্রা নদীর চাউলাবগী এলাকা থেকে এসব জেলেকে অপহরণ করে নিয়ে যায় জাহাঙ্গীর বাহিনী। অপহৃত জেলেদের বাড়ি মোংলা জয়মনি, হলদিবুনিয়া ও বাগেরহাটের রামপাল এলাকায়।
জেলে-মহাজন সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ভদ্রা নদীর চাউলাবগী এলাকায় ইলিশ মাছ ধরছিল জেলেরা। এ সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জেলেদের উপর অতর্কিত হামলা চালায়।
দস্যুরা জেলেদের ট্রলার থেকে বিপুল পরিমাণ ইলিশ মাছ লুটে নেয়ার পাশাপাশি জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে ১৩ জেলেকে অপরহণ করে।
জেলেদের অভিযোগ, প্রতিনিয়ত আইন শৃংখলারক্ষাকারী বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে বনদস্যু নিহতের ঘটনা ঘটলেও থেকে নেই দস্যুতা।
জানতে চাইলে এ বিষয়ে মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার ক্যাপ্টেন মেহেদি মাসুদ বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনো নিশ্চিত না। আসলে যে জাঙ্গাঙ্গীর বাহিনীর কথা বলা হচ্ছে। তারা এতোটা শক্তিশালী নয় যে, একত্রে এতোজন জেলেকে অপহরণ করবে। আমাদের পেট্টল টিম মাঠে রয়েছে। বিষয়টি নিশ্চিত হলে আমরা জানাবো।
শওকত আলী বাবু/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান