সাতক্ষীরায় বিভিন্ন মামলায় গ্রেফতার ২৭
প্রতীকী ছবি
সাতক্ষীরায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, গ্রেফতারদের মধ্যে সদর থানার ১২ জন, কলারোয়া থানার ৫ জন, তালা থানার দুইজন, কালীগঞ্জ থানার দুইজন, শ্যামনগর থানার একজন, আশাশুনি থানার তিনজন, দেবহাটা থানার একজন ও পাটকলেঘাটা থানার একজন রয়েছে।
আকরামুল ইসলাম/এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাঁস চুরি করেছেন ইউপি মেম্বারের ছেলে, জরিমানা করায় ৩ জনকে কুপিয়ে জখম
- ২ টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে জীবনদক্ষতা উন্নয়নে বুটক্যাম্প
- ৩ মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন অপহৃত ১৪ জেলে, জিম্মি ৬
- ৪ নওগাঁয় অন্যের জমি দখল করে বিএনপি প্রার্থীর দলীয় কার্যালয়
- ৫ লক্ষ্মীপুর যাচ্ছেন জামায়াত আমির, ২ লাখ নেতাকর্মীর সমাগমের প্রত্যাশা