ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৬

চুরি করতে গিয়ে হবিগঞ্জের পোদ্দারবাড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে জাবেদ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃত জাবেদ মিয়া শহরের মোহনপুর এলাকার জিলু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে জাবেদ মিয়া পোদ্দারবাড়ি এলাকার আব্দুল হাইয়ের বাড়িতে চুরি করতে যায়। বাড়ির দেয়াল ডিঙিয়ে ভেতরে প্রবেশ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে জাবেদ মিয়ার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরি মামলা রয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এবিএস