ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মায় সি-বোট ডুবে নিখোঁজ ১

প্রকাশিত: ০৮:১৩ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীর লৌহজং চ্যানেলে সি-বোট ডুবির ঘটনায় আইরিন আক্তার এনি নামে এক নারী নিখোঁজ রয়েছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে লৌহজং টার্নিং পয়েন্টে সি-বোটটির তলা ফেটে এ দুর্ঘটনা ঘটে।

মাওয়া নৌফাড়ী পুলিশের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, দুপুর ১২টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ১৮ জন যাত্রী নিয়ে সি-বোটটি কাওড়াকান্দির উদ্দেশে ছেড়ে যায়। পথিমধ্যে লৌহজং টার্নিং পয়েন্টে সি-বোটটির তলা ফেটে গেলে যাত্রীসহ তলিয়ে যায় এটি।

স্বল্প সময়ের মধ্যে ১৭ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও আইরিন আক্তার এনি নামের এক নারী নিখোঁজ রয়েছেন।

এফএ/এমএস