ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

করিমগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ৫

প্রকাশিত: ১১:১১ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

কিশোরগঞ্জের করিমগঞ্জে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দেওপুর গ্রামের সায়েম (৩৭), আবুল কালাম (৩৮), মন্টু মিয়া (৩৫), শান্তু মিয়া (৪৫) ও রৌহা গ্রামের সবুজ মিয়া (৩৫)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি বর্শা, দুইটি রামদা, তিনটি তরবারি, দুইটি ছোরা ও একটি টর্চলাইট।

করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নূর মোহাম্মদ/এআরএ/পিআর