শেরপুর কারাগারে বিচারাধীন আসামির মৃত্যু
শেরপুর জেলা কারাগারে সবুজ মিয়া (৪৫) নামে বিচারাধীন এক আসামির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।
সবুজ মিয়া শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে। তিনি জেলা শহরের শীতলপুর মহল্লায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। বিকেলে জেলা হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
শেরপুর কারাগারের জেলার ইসমাইল হোসেন জানান, দণ্ডবিধির একটি মামলায় গত ২৯ আগস্ট ইনজুরি নিয়ে ওই আসামি কারাগারে আসেন। সোমবার সকাল পৌনে ৭টার দিকে ক্যান্টিনে মালামাল কিনতে গিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৯ আগস্ট জেলা শহরের শীতলপুর মহল্লায় জমি নিয়ে স্থানীয় চায়না মিয়া ও রেজা গংদের সঙ্গে সবুজের শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
মৃত সবুজ মিয়ার স্ত্রীর বড় ভাই মঞ্জু মিয়া জানান, ওই দিন প্রতিপক্ষের লোকজন সবুজ মিয়াকে আটকে রেখে ব্যাপক নির্যাতন করে এবং পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে তাকে আদালতে সোপর্দ করে।
শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাকিম বাবুল/এফএ/পিআর