ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রে বেড়েছে উৎপাদন

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

চলতি বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধির ফলে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। সোমবার কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী আবদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদে পানি শুকিয়ে যাওয়ায় কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন কমে ৫০ থেকে ৬০ মেগাওয়াটে নেমেছিল। বর্ষায় বর্ষণ ও বৃষ্টিপাতের ফলে হ্রদে পানি বাড়তে থাকে। এতে বর্তমানে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে।

শনিবার পর্যন্ত ৪টি ইউনিটে ১৮৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে। কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৪টি ইউনিট সচল রয়েছে। ৫ নম্বর ইউনিট দীর্ঘদিন থেকে মেরামত জটিলতার কারণে বন্ধ রয়েছে। এ ইউনিটটি চালু থাকলে আরো ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হতো। তবে ৫ নম্বর ইউনিটটি চালুর বিষয়ে খুব শিগগিরই ব্যবস্থা নেয়া হবে বলে জানান কেন্দ্রের ব্যবস্থাপক।

তিনি আরো জানান, রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে বর্তমানে পানি থাকার কথা ৯৯ দশমিক ৪৬ এমএসএল (মিন সি লেভেল)। কিন্তু বর্তমানে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা রয়েছে ১০২ দশমিক ৭৬ এমএসএল। হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

সুশীল প্রসাদ চাকমা/এএম/এবিএস