অল্পের জন্য রক্ষা পেল ৪ শতাধিক যাত্রী
যুবরাজ নামের একটি লঞ্চকে রক্ষা করতে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ধলেশ্বরী নদীর পাড়ে উঠিয়ে দেয় যাত্রী বোঝাই লঞ্চ এমভি মর্নিং সান-৫। এসময় যাত্রীবোঝাই লঞ্চের ধাক্কায় দুইটি দোকান-ঘর বিধ্বস্ত হয়। তবে কোনো হতাহত হয়নি। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
লঞ্চের সারেং জানান, এমভি মর্নিং সান-৫ লঞ্চটি বিপরীত মুখি যুবরাজ নামের একটি লঞ্চকে রক্ষা করতে ধলেশ্বরীর পাড়ে উঠিয়ে দেয়। এসময় নদীর পাড় সংলগ্ন একটি তেলের দোকান ও একটি খাবার হোটেল ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় বাসিন্দা ও মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর-৩ মকবুল হোসন জানান, লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে দক্ষিণবঙ্গের হুলারহাট যাচ্ছিল। লঞ্চটি প্রায় চার শতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। পরে লঞ্চটিকে এমভি টিপু নামের আরেকটি লঞ্চ প্রায় ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে তীর থেকে নদীতে নামাতে সক্ষম হয়।
এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের