ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৬

বরিশালের মূলাদী উপজেলার বালিয়াতলী এলাকায় প্রতিপক্ষের হামলায় মো. আনিস (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রিপন হত্যা মামলার আসামি আলগীর কবিরাজ আদালত থেকে জামিনে বের হয়ে আসিনকে তুলে নিয়ে যায় এবং তারা কয়েকজন মিলে দাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে মূলাদী হাসপাতালে ভর্তি করা রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মূলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ঘটনাটি আমরা শুনেছি। ঘটনার সঙ্গে সম্পৃক্তদের গ্রেফতারে সোর্স পাঠানো হয়েছে।

নিহত মো. আনিস রিপন হত্যা মামলার আসামি আলগীর কবিরাজকে গ্রেফতারে পুলিশকে সাহায্য করেছিলেন বলে জানান এলাকাবাসী।

সাইফ আমীন/আরএস/এমএস