ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রিজ আছে রাস্তা নেই

প্রকাশিত: ১২:১৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৬

গাইবান্ধার সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নের স্থানীয় সড়কে একটি ব্রিজ নির্মাণ করা হলেও অ্যাপ্রোচ সড়ক না থাকায় ওই পথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ৩ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ওই উপজেলায় ১২টি ব্রিজ নির্মাণ করা হয়। প্রতিটি ব্রিজের নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ২৬ লাখ টাকা।

যেসব এলাকায় ব্রিজের অভাবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সেসব এলাকায় এবার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। সেই কর্মসূচির অংশ হিসেবে জরম নদীতে ওই ব্রিজটি নির্মাণ করা হয়। কিন্তু ব্রিজ নির্মাণ করা হলেও কোনো সংযোগ সড়ক না থাকায় সেটি কোনো কাজে আসছে না। প্রায় ১ কিলোমিটার পথ ঘুরে ওই এলাকার মানুষকে যাতায়াত করতে হচ্ছে। অন্যথায় হাঁটু পানি ডিঙিয়ে চলাচল করতে হয়।

স্থানীয় সমাজসেবী আব্দুল মান্নান আকন্দ জানান, শুধু জরম নদী নয়, অনেক জায়গাতেই এই পরিস্থিতি। অথচ কর্তৃপক্ষ জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে কোনো দুরদর্শিতার পরিচয় দিতে পারছেন না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল ব্রিজ নির্মাণের। রাস্তা মেরামত বা সংস্কারের কোনো বরাদ্দ না থাকায় ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি।

অমিত দাশ/এসএস/আরআইপি