গতি বাড়ছে উত্তরবঙ্গগামী যান চলাচলে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে চলাচলরত উত্তরবঙ্গগামী যান চলাচলে গতি বাড়তে শুরু করেছে। রোববার ভোর থেকে মহাসড়কের অধিকাংশ এলাকায় যানবাহনের স্বাভাবিক চলাচল লক্ষ্য করা যাচ্ছে।
মহাসড়কের মির্জাপুর বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত এলাকায় দেখা গেছে যানবাহনের স্বাভাবিক চলাচল। তবে মহাসড়ক দিয়ে ঢাকামুখী যানবাহনের চাপ অনেকটা বৃদ্ধি পেয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোর থেকে মহাসড়কের উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলে অনেকটা গতি বেড়েছে। তবে ভোরে কিছু সময় থেমে যানবাহন চললেও এখন মহাসড়কের মির্জাপুর বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত এলাকায় দেখা যাচ্ছে উত্তরবঙ্গগামী যানবাহনের স্বাভাবিক চলাচল।
মহাসড়কের দেওহাটা, ধেরুয়া, সোহাগপাড়া, গোড়াই, ক্যাডেট কলেজ ও বোর্ড এলাকায় থেমে থেমে যানজট দেখা যাচ্ছে। এছাড়া এ মহাসড়কের ঢাকামুখী যানবাহনের চাপ গত চারদিনের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে জানান তারা।
এ ব্যাপারে টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট তৌফিক ইফতেখার বিন নাসির জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। ভোরে কিছু সময় মির্জাপুর থেকে রাবনা বাইপাস পর্যন্ত যানজটের সৃষ্টি হলেও এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে চন্দ্রা থেকে মির্জাপুর বাইপাস পর্যন্ত যানবাহন একটু থেমে থেমে চলাচল করছে বলেও জানান তিনি।
এছাড়া ঢাকামুখী যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় মহাসড়কে ঢাকামুখী যানবাহন কিছুটা ধীরগতিতে চলাচল করছে। চার লেনের সম্প্রসারণ, কয়েকটি ফ্লাইওভারের কাজ, দুর্ঘটনা এবং গাড়ি বিকল হয়ে পড়ায় মহাসড়কের মাঝে মাঝে কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে বলেও জানান তিনি। তবে যানজট নিরসন ও যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, জেলা পুলিশের সদস্যরা রাতদিন কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।
এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন