ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে এসেছে স্বাভাবিকতা। মহাসড়কের টাঙ্গাইল অংশে গত দু`দিনে উত্তরবঙ্গগামী যানবাহনের চলাচলের গতি স্বাভাবিক থাকলেও ঢাকামুখী যানবাহনে ছিল কিছুটা ধীরগতি। তবে ঈদের ৪৮ ঘণ্টা আগেই মহাসড়কের এ অংশে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে দাবি করেছেন জেলা পুলিশ প্রশাসন।
মহাসড়কের কয়েকজন যানবাহন চালক জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশের ৬৫ কিলোমিটার সড়ক স্বাভাবিক যান চলাচলের উপযোগী হয়ে উঠেছে। মহাসড়কের এ অংশে গতকাল দুপুর থেকে তেমন কোনো যানজটের কবলে পড়তে হয়নি বলেও জানান তারা।
সোমবার সকালে মহাসড়কের এলেঙ্গায় এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের টাঙ্গাইল পুলিশ সুপার মো. মাহবুব আলম জানান, দেশের উত্তরাঞ্চলের ১৭টি জেলাসহ টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ জেলার গরুবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করেছে। সে কারণে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের ধীরগতি ও কিছু কিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতু নির্মিত হওয়ার পর এই প্রথম মহাসড়কের ওপর দিয়ে গত চারদিনে এক লাখ পাঁচ হাজার যানবাহন চলাচল করেছে বলে জানান তিনি।
তবে যানজট নিরসন ও যান চলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশের দায়িত্বশীল কর্মতৎপরতায় রোববার থেকে মহাসড়কের টাঙ্গাইল অংশে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে। ঈদের আনন্দ শেষে কর্মজীবী মানুষরা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে কর্মস্থলে যেতে পারে সে লক্ষ্যে জেলা পুলিশ কাজ করবে বলেও জানান তিনি।
এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন