মুক্তিপণের দাবিতে সুন্দরবনে ২০ জেলেকে অপহরণ
ফাইল ছবি
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা।
বুধবার ভোরে মাছ শিকারের সময় তাদের অপহরণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। জেলে অপহরণের খবরের পর কাস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করেছে।
নাম প্রকাশ না করার শর্তে জেলে সংশ্লিষ্ট সূত্র জানায়, গত এক সপ্তাহ আগে মংলা উপজেলার পাঁচ জেলেসহ অন্তত ৩০ জন জেলে হারবাড়িয়ার নিচে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকায় মাছ শিকারে যায়।
সেখানে মাছ শিকারের সময় বুধবার ভোরে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা এসে তাদের মারধর করে অন্তত ২০ জনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। অন্য জেলেদের বাড়ি বাগেরহাটের রামপাল ও সাতক্ষীরা জেলায় বলে জানা গেছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লে. এম ফরিদউজ্জামান খান বলেন, বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা ২০ জেলেকে অপহরণ করার খবর পেয়ে কোস্টগার্ডের হারবাড়িয়া, নলিয়ান ও কোকিলমনির তিনটি কন্টিনজেন্ট ওই এলাকায় অভিযান শুরু করেছে। এছাড়া কোস্টগার্ড পশ্চিম জোনের একটি বিশেষ দলও সেখানে পাঠানো হয়েছে।
শওকত আলী বাবু/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান