ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ৪৫

প্রকাশিত: ০৭:২৯ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

সাতক্ষীরা জেলায় বিশেষ অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপি, জামায়াত-শিবিরসহ বিভিন্ন মামলার ৪৫ আসামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

আটককৃতদের মধ্যে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৩ জন, নিয়মিত মামলার ২৪ জনসহ গ্রেফতারি পরোয়ানার ১১ আসামী রয়েছেন।

তাছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক আসামীকে সাজা প্রদান করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি বলেন, সাতক্ষীরা জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

বিএ/এমএস