গাইবান্ধায় গৃহবধূর মরদেহ উদ্ধার : স্বামী পলাতক
গাইবান্ধার ফুলছড়িতে রাশেদা বেগম (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী আল আমিন (২২) পলাতক রয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার এরেন্ডবাড়ী ইউনিয়নের দক্ষিণ হরিচন্ডি গ্রামের একটি বাঁশঝাড় থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
রাশেদা বেগম ওই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে।
ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান জানান, সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ের মধ্যে একটি গর্তে রাশেদার মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, সাত মাস আগে একই ইউনিয়নেনর সন্নাসির চর গ্রামের মাগুরীঘাট এলাকার বাসিন্দা আল আমিনের সঙ্গে রাশেদার বিয়ে হয়। ঈদে বেড়ানোর জন্য বৃহস্পতিবার আল-আমিন রাশেদাকে নিয়ে শ্বশুর বাড়ি যান। রাতে তাদের দুজনের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অমিত দাশ/এসএস/এমএস