ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝর্ণায় সাঁতার কাটতে নেমে কলেজশিক্ষক নিখোঁজ

প্রকাশিত: ০৩:০০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৬

বান্দরবানের রুমা উপজেলার রিজুক ঝর্ণায় সাঁতার কাটতে নেমে তৌফিক সিদ্দিকী নামে এক কলেজ শিক্ষক  নিখোঁজ হয়েছেন। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের প্রধান বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। বগুড়া থেকে বান্দরবানে পরিবার নিয়ে ভ্রমণে আসেন তিনি।  

পুলিশ জানায়, পরিবার নিয়ে ওই শিক্ষক জেলার রুমায় বেড়াতে যান। দুপুরের দিকে রুমার রিজুক ঝর্ণায়
সাঁতার কাটতে নামেন তারা। এ সময় স্ত্রী ও সন্তান ঝর্ণা থেকে উপরে উঠতে সক্ষম হলেও তৌফিক উঠতে পারেননি ।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ওয়েবসাইটে দেখা যায়, তৌফিক সিদ্দিকীর সরকারি আইডি নং ১২৪১। তবে এই ব্যাপারে কলেজটিতে ফোন করে যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ফোন রিসিভ করেনি।

রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছে ।

সৈকত দাশ/এএম/আরআইপি