পদ্মায় নৌকাডুবিতে নারীর মৃত্যু : শিশু উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিকুর রহমান জানান, সন্ধ্যার দিকে উপজেলার চিলমারী থেকে একটি পরিবার বাড়ি ভেঙে নৌকাযোগে আবেদের ঘাট এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে নৌকাটি ডুবে যায়।
পরে আবেদের ঘাট এলাকায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
আল-মামুন সাগর/এএম/আরআইপি