দুর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু
কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পলাশ নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় রাকিব নামে আরো এক যুবক আহত হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পিটিআই সড়কের আইসিটি কলেজের সামনে এ ঘটনা ঘটে। মৃত পলাশের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামে।
পুলিশ জানায়, সন্ধ্যায় পিটিআই সড়কের জেলখানা মোড়ে কয়েকজন তরুণের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এ সময় একজন ধারালো ছুরি দিয়ে দু’জনকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর পলাশের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার পলাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, পূর্ব-শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আল-মামুন সাগর/এএম/এবিএস