ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ০৫:৩৫ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬

বরগুনায় প্রতিপক্ষের হামলায় গোলাম হায়দার (৩৮) নামে এক বাস শ্রমিক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ইঞ্জিন চালিত সকল পরিবহনের ধর্মঘট ডেকেছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

এর ফলে সোমবার সকাল থেকে দূরপাল্লার পরিবহনসহ সকল পরিহন বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন শতশত যাত্রী।

এরআগে রোববার রাত সাড়ে আটটায় স্থানীয় বিরোধের জের ধরে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের আমলকী তলা গ্রামে কে বা কারা গোলাম হায়দারকে কুপিয়ে জখম করে।

গুরুতর আহত অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাহাবুদ্দীন সাবু জানান, হামলায় নিহত গোলাম হায়দারের খুনীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত তাদের এ ধর্মঘট অব্যাহত থাকবে।

বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমরা তদন্ত শুরু করেছি। একইসঙ্গে অপরাধীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/এমএস

আরও পড়ুন