ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শোবার ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০:১৩ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬

কুড়িগ্রামের রৌমারীতে শোবার ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।  

সোমবার উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাইটকামারী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে গোলাম হোসেন (৩২) এবং হামিদপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে শিল্পি খাতুন (২৪)। সুপ্তি (৯) এবং সমাপ্তি (৬) নামের তাদের দু’টি সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে নিহতের ছোট মেয়ে সমাপ্তি ঘুম থেকে উঠে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে ঘরের বিছানার নিচ থেকে শিল্পির মরদেহ এবং অপর একটি কক্ষে গলায় গামছা প্যাঁচানো গোলাম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

KURIGRAM 
নিহত গোলাম হোসেনের চাচাতো ভাই মালেকের স্ত্রী মালেকা বেগম অভিযোগ করে বলেন, ইউপি সদস্য ফরিদের ছেলে লিটনের (২৬) সঙ্গে শিল্পি খাতুনের পরকীয়া সম্পর্ক ছিল।

নিহত গোলাম হোসেনের মা বাছাতন বেওয়া অভিযোগ করেন, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। বখাটেদের বিরুদ্ধে অভিযোগ করায় তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
 
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। শিল্পিকে উত্যক্ত করা এবং পরকীয়ার বিষয়টি মাথায় রেখে তদন্ত চলছে।

নাজমুল হোসেন/এএম/এবিএস