ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সতিরজানে এক কিশোরীকে ধর্ষণের দায়ে মোশাররফ হোসেন (৩৮) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দশ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মামলা দায়েরের আট বছর পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য সোমবার বিকেলে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মোশাররফ হোসেন উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী গ্রামের মো. ছামছুল হক মাস্টারের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ১৬ অক্টোবর রাতে মোশাররফ হোসেন সতিরজান গ্রামের ওই কিশোরীকে বাড়ির পাশের একটি ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে।

পরে ওই কিশোরীর বাবা মোশাররফকে আসামিকে করে ২০ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।

অমিত দাশ/এআরএ/এবিএস