ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বজ্রপাতে ঘুমন্ত স্বামীর মৃত্যু : স্ত্রীসহ আহত ৩

প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬

ঘুমন্ত অবস্থায় বজ্রপাতে নীলফামারীর ডোমার উপজেলার শেওটগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামে আরিফ হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন।  

শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। মৃত আরিফ একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

আহতরা হলেন, মৃত আরিফ হোসেনের স্ত্রী শিউলি বেগম (৩০), একই এলাকার ইউনুস আলীর মেয়ে রিতা বেগম (৩০) ও আবু তালেবের স্ত্রী শাহের বানু (৩৫)। এদের মধ্যে শিউলি বেগমের অবস্থা আশংকাজনক। তিনি নীলফামারী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী জানায়, শুক্রবার মধ্যরাতে বৃষ্টি হচ্ছিল। এ সময় হতাহতের পরিবারের সবাই ঘুমাচ্ছিলেন। আরিফের শোবার ঘরে বজ্রপাত হলে ঘুমন্ত অবস্থায় আরিফের মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী শিউলি বেগম আহত হন।

অপরদিকে একই এলাকার ইউনুস আলীর বাড়িতে বজ্রপাতে রিতা ও শাহের বানু আহত হন। একই এলাকার আইয়ুব আলীর বাড়িতে বজ্রপাতে তার অর্ধলক্ষ টাকা মূল্যের একটি গরু ঘটনাস্থলে মারা যায়।

হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম এসব ঘটনার সত্যতা জাগো নিউজকে নিশ্চিত করেন।

জাহেদুল ইসলাম/এএম/আরআইপি