গাইবান্ধায় অটোবাইক চালকদের বিক্ষোভ
বেপরোয়া চাঁদাবাজি বন্ধসহ নানা অনিয়মের প্রতিবাদে পৌর এলাকায় চলাচল করা অটোবাইক চালকরা বিক্ষোভ প্রদর্শন ও মিছিল করেছে।
রোববার জেলা শহরের শাপলা মিল চত্বর এলাকায় একত্রিত হয়ে গাড়ি চলাচল বন্ধ রেখে এ বিক্ষোভ করেন তারা।
চালকদের অভিযোগ, শহরে টোলের নামে মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠনকে প্রতিনিয়ত চাঁদা দিতে হয়। যা ব্যাপক আকার ধারণ করেছে। এছাড়া রাতে শহরে পুলিশের ডিউটিতে অটোবাইক ব্যবহার করে ভাড়া পরিশোধ করা হয় না। সাতদিনের মধ্যে নির্দিষ্ট নিয়ম কানুনের মাধ্যমে এসব সমস্যার সমাধান না করা হলে তারা আন্দোলনে যাওয়ার সময়সীমা বেঁধে দেন। পরে অটোবাইক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এ ব্যাপারে পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন বলেন, পৌর এলাকায় অটোবাইক চলাচলের জন্য নির্ধারিত সংখ্যক অটোবাইক চালককে লাইসেন্স প্রদান করা হয়েছে। যারা নিয়ম মাফিক লাইসেন্সভুক্ত নয় তারাই এসব ভিত্তিহীন অভিযোগ করছে। প্রকৃতপক্ষে নিয়ম অনুসারে পৌর টোল আদায় করা হচ্ছে। অবৈধ টোল বা চাঁদাবাজির কোন সুযোগ নেই।
অমিত দাশ/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খাসিয়া-চা শ্রমিক: পাশাপাশি বাস অথচ জীবনযাত্রা আকাশ-পাতাল তফাৎ
- ২ ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
- ৩ খুলনায় ফের ঊর্ধ্বমুখী সবজির বাজার, আগের দামে আলু-পেঁয়াজ
- ৪ ভাইয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ইউপি চেয়ারম্যান-ইউএনওর বাগবিতণ্ডা
- ৫ পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা