ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মহিমাগঞ্জে মঙ্গলবার অর্ধদিবস হরতাল

প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬

রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারের দাবিতে মঙ্গলবার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বন্দরে অর্ধদিবস হরতাল আহ্বান করা হয়েছে।

রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, আখচাষী সমিতি ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এই হরতাল আহ্বান করেন।

সোমবার দুপুরে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল মহিমাগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চিনিকলের প্রধান ফটকের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, মোস্তাফিজুর রহমান দুলাল, আওয়ামী লীগ নেতা আনারুল ইসলাম, হামিদুল ইসলাম, আখ চাষী নেতা জিন্নাত আলী প্রধান প্রমুখ।

বক্তারা বলেন, সরকারি সম্পদ রক্ষা এবং বেদখলকারিদের উচ্ছেদে অজ্ঞাত কারণে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। তারা অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ভূমি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় পরবর্তীতে রেলপথ, রাজপথ অবরোধসহ লাগাতার হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অমিত দাশ/এআরএ/পিআর