ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ০৬:৪৬ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াইল নয়াপাড়ায় ও সকাল সাড়ে ৯টার দিকে কদিম দেওহাটা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জানান, সকাল সাড়ে ৭টার দিকে উত্তরবঙ্গগামী পাইপ ভর্তি একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। এ সময় আহত হন কমপক্ষে ৩০ জন।

পরে আহতদের কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে বাসযাত্রী মো. মোস্তফা মিয়ার (৪০) মৃত্যু হয়। তিনি নাটোর জেলার বনপাড়ার বাসিন্দা।

এদিকে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সাগরদীঘি থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিম দেওহাটা নামক স্থানে বদর উদ্দিন নামে এক সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) বাবলু শেখ জানান, পুলিশ বাসটিকে আটক করেছে। মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরিফ উর রহমান টগর/এফএ/এমএস

আরও পড়ুন