ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বনবিভাগের জমিতে পুকুর খনন করে বালু উত্তোলন

প্রকাশিত: ০৬:৫০ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা বিট অফিসের জমিতে অবৈধভাবে পুকুর খনন করে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে। বনবিভাগের জমিতে এমন পুকুর খনন কাজে বাধা প্রদান করায় বনবিট কর্মকর্তা হাসানুজ্জামানকে হত্যার হুমকি দিয়েছে প্রভাবশালী আব্দুর রউফ।

ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা মৌজার ১নং খতিয়ান জেএল ৩২ ও ১৬৭ নং দাগে ৪০ শতাংশ জমি দখল করে পুকুর খনন করেন এলাকার প্রভাবশালী আব্দুর রউফ। পুকুর খনন ও বালু উত্তোলনের ফলে পরিবেশ দুষণসহ বনবিভাগের ৫০ লাখ ১০ হাজার ৫শ টাকা ক্ষতি হয়েছে এ মর্মে বিট কর্মকর্তা হাসানুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে অভিযোগ করেন।

কিন্তু আব্দুর রউফের বিরুদ্ধে বনবিভাগের জাগয়া দখল ও গাছ বিক্রির একাধিক অভিযোগ থাকলেও প্রভাবশালী একটি মহলের কারণে মামলা করার সাহস পান না বিট কর্মকর্তাগণ।

ban-bivag

ডিমলা বনবিট অফিসার হাসানুজ্জামান জাগো নিউজকে বলেন, রামডাঙ্গা গ্রামের অহির উদ্দিনের ছেলে আব্দুর রউফ জোর করে রামডাঙ্গা বনবিভাগের সম্পত্তিতে পুকুর খনন করে বালু ও পাথর উত্তোলন করছে। এ ব্যাপারে প্রতিবাদ করলে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেয়ার হুমকি দেয়া হয়।

তিনি আরও বলেন, রামডাঙ্গা বিট অফিসের অধিকাংশ জমি আব্দুর রউফ প্রভাব খাটিয়ে দখল করে নেয়। নিরাপত্তাহীনতার কারণে কোনো বিট কর্মকর্তা আব্দুর রউফের বিরুদ্ধে আদালতে মামলা করার সাহস পায় না। আব্দুর রউফের বিরুদ্ধে আদালতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তাকে হত্যার হুমকি ও বনবিভাগের গাছ কেটে পুকুর খননের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

তবে এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও আব্দুর রউফের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জাহেদুল ইসলাম/এফএ/এবিএস