প্রধানমন্ত্রীর জন্মদিনে শরীয়তপুর জেলা ছাত্রলীগের শুভেচ্ছা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শরীয়তপুর জেলা ছাত্রলীগ শুভেচ্ছা জানিয়ে কেক কেটে আনন্দ মিছিল করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় শরীয়তপুর সরকারি কলেজে এ আয়োজন করা হয়।
জেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. মহসিন মাদবর বলেন, আমাদের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার জন্মদিনে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে তার দীর্ঘায়ু কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন আন্তঃজেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজম মাদবর, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন টিপু কোতোয়ালসহ জেলা ছাত্রলীগ, শরীয়তপুর সরকারি কলেজ শাখার নেতারা।
ছগির হোসেন/এসএস/আরআইপি