ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লৌহজংয়ে ফেরি আটকে নৌ চলাচল ব্যাহত

প্রকাশিত: ০৮:৪৬ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে নাব্যতা সঙ্কটের কারণে লৌহজং চ্যানেলে যমুনা নামের একটি টানা ফেরি আটকে যায়। এতে ওই রুটে যান চলাচল ব্যাহত হচ্ছে।

শিমুলিয়া ঘাট সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে যমুনা নামের একটি টানা ফেরি ১০টি মালবাহী ট্রাক নিয়ে কাওড়াকান্দি ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। এ সময় চ্যানেল সরু থাকায় লৌহজং ট্রানিং পয়েন্টে আটকে যায়।

মাওয়া নৌফাঁড়ি ইনচার্জ মোশাররফ হোসেন জানান, ঘটনার পর পরই আইটি জাহাজ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কাজ শুরু করে। তবে চ্যানেল সরু থাকায় ২টি লঞ্চ ও কয়েকটি ফেরি আটকে রয়েছে। তবে দ্রুত তা সমাধান করা হবে।

তিনি জানান, ঘাট এলাকায় তেমন যানবাহন নেই। তাই যাত্রী পারাপারের চাপ কম।

এসএস/এবিএস