ঠাকুরগাওয়ের ৩ নাগরিক ভারতে আটক
ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ওপারে ভারতে ৩ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।
বুধবার সকালে ভারতের ধর্মপুর গ্রামে সেখানকার পুলিশের হাতে ধরা পড়ে তারা।
পারিবারিক সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বিহারিপাড়ার ভুট্টো (২৮), রাণীশংকৈল উপজেলার চেকপোস্ট কলোনি গ্রামের রিপন (৪০) ও এনামুল হক (২৫) কয়েক মাস আগে কাজের সন্ধ্যানে চোরাপথে ভারতে যায়। বুধবার দেশে ফেরার পথে ভারতীয় পুলিশ তাদের আটক করে।
৩০ বিজিবি পরিচালক লে.কর্নেল তুষার বিন ইউনুস বলেন, খবর পেয়ে আমরা বিষয়টি বিএসএফকে জানিয়েছি। বিএসএফ আমাদের জানান, ঘটনাটি সীমান্তের ১৭ কিলোমিটার ভেতরে। পাসপোর্ট না থাকার অপরাধে তাদের জেলে পাঠিয়েছে।
এমএএস/আরআই