ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না : আইজিপি

প্রকাশিত: ০৮:৪৮ এএম, ০১ অক্টোবর ২০১৬

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদের স্থান এই বাংলাদেশে হবে না। এ দেশের মানুষ ধর্মপ্রিয় হতে পারে কিন্তু ধর্মান্ধ নয়। তারা জঙ্গিবাদ সমর্থন করে না। ইতোমধ্যে আপনারা দেখেছেন জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক জনমত সৃষ্টি হয়েছে।

শনিবার বেলা ১টার দিকে শরীয়তপুরে নিজ গ্রামে প্রতিষ্ঠিত মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা দেখেছেন গুলশান, শোলাকিয়া, কল্যাণপুর, নারায়ণগঞ্জ সর্বশেষ আজিমপুরে যে জঙ্গিরা নিহত হয়েছেন তাদের লাশ পরিবারের কেউ নিতে আসেনি। তাদের সন্তানদের তারা ঘৃণা করে তাই তারা নিতে আসেননি।

শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বশিক্ষা না থাকলে সুশিক্ষিত হওয়া যায় না। প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষকদের কথা শুনতে হবে। অভিভাবকদের সন্তানদের প্রতি উদাসীনতা ছাড়তে হবে। সন্তানদের প্রতি খেয়াল ও সচেতন হতে পারলে সন্তানরা মানুষের মতো মানুষ হবে।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, মাদারীপুরের পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-সচিব মুহাম্মদ নাজমুল হক, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, জেলা শিক্ষা অফিসার নলিনী রঞ্জন রায়, ভোজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান একেএম নুরুল হক বেপারী প্রমুখ।

ছগির হোসেন/এসএস/এবিএস